দেহপ্রাচীর দ্বিস্তুরী কোষযুক্ত বা ডিপ্লোব্লাস্টিক, বাইরের স্তরটি এপিডার্মিস এবং ভেতরের স্তরটি এন্ডোডার্মিস বা গ্যাস্ট্রোডার্মিস নামে পরিচিত। উভয় স্তরের মধ্যবর্তীস্থানে আঠালাে জেলির মতাে অকোষীয় মেসােগ্লিয়া থাকে। এজনই নিডারিয়ানদের দ্বিস্তরী প্রাণী বলে।