ছেলেদের ক্ষেত্রে আন্ডারওয়্যার বা জাঙ্গিয়া পরার উপকারিতা যেমন আছে, অপকারিতাও আছে। তবে উপকারী দিকই বেশি।
আপনি যখন প্যান্ট পরেন তখন আপনার যৌনাঙ্গ পুরোপুরি ঢাকা যায় না। অনেকেই একে উটকো ঝামেলা মনে করে পরেন না। তবে এটা পরা জরুরী। গরমের দিনে আপনি চাইলে আন্ডারওয়্যার ২-৩ দিন বাদ দিতে পারেন। তবে না পরাটা একেবারেই অনুচিত। তাছাড়া আপনি সুতি প্যান্ট, শর্টস পরেও আরাম পাবেন।
ছেলেদের অন্তর্বাস হওয়া চাই সুতির এবং ঢিলেঢালা। তাছাড়া এতে যৌনাঙ্গ এবং শুক্রাশয়ের জন্য এক্সট্রা সাপোর্ট থাকা জরুরি। অতিরিক্ত আটসাট অন্তর্বাস আপনার শুক্র উৎপাদনের পরিমান কমিয়ে দিতে পারে। তাছাড়া আপনার অন্তর্বাস হওয়া চাই এমন রঙের, যাতে ময়লা হলে সহজেই বোঝা যায়। আন্ডারওয়্যার অবশ্যই প্রতিদিন চেঞ্জ করে পরা দরকার। নাহলে উরুসন্ধি ,যৌনাঙ্গে ঘা,দুর্গন্ধ, ইনফেকশন হতে পারে।
আন্ডারওয়্যার কেন পরা উচিত?
আন্ডারওয়্যার ব্যবহার করা জরুরি, বিশেষ করে কিশোর বয়েসী ছেলেদের জন্য। এসময় তাদের শারীরিক বিকাশ ঘটে। টেস্টোস্টেরোন হরমোন তাদের যৌনাঙ্গের বিকাশ ঘটায়। তবে আটসাট আন্ডারওয়্যার পরা যাবে না। এতে বীর্য উৎপাদন ব্যাহত হতে পারে।
প্রজনন বিশেষজ্ঞের মতে, সুস্থ পুরুষের স্বাভাবিক শুক্রাণুর (sperm ) পরিমান প্রতি মিলিলিটার বীর্যে ২ কোটি থেকে ১৫ কোটির মধ্যে। তবে আপনি যদি সুতির বদলে পলিয়েস্টার আন্ডারওয়্যার ব্যবহার করেন , তবে আপনার পুরুষত্বহীনতা ঘটতে পারে। তাছাড়া সুতি ও পলিয়েস্টার এর মিশ্রনের আন্ডারওয়্যারও কিছুটা পুরুষত্বহীনতা ঘটাতে পারে। এজন্য Micromodal ফ্যাব্রিক এর তৈরী আন্ডারওয়্যার ব্যবহার করতে পারেন। damensch , H &M , Calvin Klein এরকম আন্ডারওয়্যার বানিয়ে থাকে।
আমার কয় জোড়া আন্ডারওয়্যার থাকা উচিত?
কমপক্ষে সাত জোড়া আন্ডারওয়্যার থাকা উচিত। কারণ সপ্তাহে সাত দিন , আর প্রতিদিন আন্ডারওয়্যার বদলানো উচিত।
আন্ডারওয়্যার ব্যবহারে কি লিঙ্গ ছোট হতে পারে?
না। তবে খুব আটসাট কাপড়ের জাঙ্গিয়া পরলে লিঙ্গ সংকুচিত হতে পারে , তবে ছোট হয়ে যায় না।