ছেলেদের ক্ষেত্রে আন্ডারওয়্যার পরার উপকারিতা/অপকারিতা বিজ্ঞানের দৃষ্টিতে কী? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+38 টি ভোট
81,895 বার দেখা হয়েছে
"তত্ত্ব ও গবেষণা" বিভাগে করেছেন (15,760 পয়েন্ট)

3 উত্তর

+21 টি ভোট
করেছেন (15,760 পয়েন্ট)
সম্পাদিত করেছেন

ছেলেদের আন্ডারওয়ার (Underwear) পরা খুব বেশি প্রয়োজন না হলেও কিছুটা প্রয়োজন বটে। আন্ডারওয়ার না পরলে সম্ভ্রম পুরোপুরি ঢাকা যায় না। অবশ্য অনেক ছেলেই আন্ডারওয়ার পরেন না। গরমে আপনার সমস্যা হলে কিছুদিন নাও পরতে পারেন। এছাড়া গরমে ঢিলেঢালা প্যান্ট পরলেও আরাম পাবেন। এছাড়া সুতি ট্রাউজার, হাফ প্যান্ট এগুলোও পরতে পারেন।

ছেলেদের অন্তর্বাস বা জাঙ্গিয়া হতে হবে পরিস্কার, সুতি এবং ঢিলা ঢালা। হাল্কা রঙের অন্তর্বাস ব্যবহার করা ভালো যাতে করে ময়লা হলে সহজেই বোঝা যায়। আন্ডারওয়ার অবশ্যই প্রতিদিন চেন্জ করে পড়া দরকার। বিশেষ করে যারা বেশী ঘামেন কিংবা বেশী সময় বাইরে থাকেন তাদের জন্য প্রতিদিন পরিস্কার আন্ডারওয়ার (Underwear) পরে বের হওয়া জরুরী অপরিস্কার আন্ডারওয়ার ব্যবহারের ফলে ঊরুসন্ধি, পুরুষাঙ্গ এবং অন্ডথলি তে দুর্গন্ধ, ঘা এবং ইনফেকশন হতে পারে।

ছেলেদের আন্ডারওয়ার কেন পরা উচিত
আটসাট জাঙ্গিয়া ব্যবহার করা উচিত নয়, বিশেষত বয়সন্ধি কালের ছেলেদের জন্য। এ সময় শুক্রাশয থেকে টেসটোস্টেরন নামক হরমোন নিসৃত হয় যা পুরুষাঙ্গকে বড় ও সুগঠিত করে এবং পুরুষত্বের বিকাশ ঘটায়। আটসাট জাঙ্গিয়া ব্যবহারের ফলে এই বিকাশ ব্যহত হতে পারে।

সম্প্রতি এক গবেষনায় বলা হয়েছে ফরাসি পুরুষদের শুক্রাণু উৎপাদন ক্ষমতা আশঙ্কাজনক হারে কমে গেছে। এমনকি তাদের শুক্রাণুর ডিম্বাণু নিষিক্ত করার সক্ষমতাও কমে গেছে ভয়াবহভাবে। আর এর প্রধান কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে- আঁটসাঁট অন্তর্বাস, জীবনযাপন পদ্ধতি, খাদ্যাভ্যাস ইত্যাদি।

হিউম্যান রিপ্রডাকশন সাময়িকীতে ২০১২ তে প্রকাশিত একটি গবেষণা প্রতিবেদনে এমটাই দাবি করেছেন বিশেষজ্ঞরা।গবেষণাটি এ যাবত পুরুষের শুক্রাণুর ওপর পরিচালিত বিশ্বের সবচেয়ে বড় জরিপ। গবেষণায় দেখা গেছে, ১৯৮৯ সাল থেকে ২০০৫ সাল এ ১৭ বছরের ব্যবধানে ফ্রান্সে পুরুষদের শরীরে শুক্রাণু উৎপাদন (Sperm Production) হার কমেছে প্রায় এক-তৃতীয়াংশ। একই সঙ্গে উৎপাদিত শুক্রাণুর সক্ষমতাও কমেছে।

গবেষণায় আরও দেখা গেছে, ৩৫ বছর বয়সী ব্যক্তিদের বীর্যের প্রতি মিলিলিটারে শুক্রাণুর সংখ্যা ৭ কোটি ৩৬ লাখ থেকে ৪ কোটি ৯৯ লাখে নেমে গেছে। শুক্রাণু উৎপাদন কমে যাওয়ার এ হার আশঙ্কাজনক বলে মনে করছেন গবেষকরা। বিশ্বস্বাস্থ্য সংস্থার হিসাবে সন্তান উৎপাদনে সক্ষম হতে একজন পুরুষের বীর্যে গড়ে প্রতি মিলিলিটারে এক কোটি ৫০ লাখের ওপরে শুক্রাণু থাকতে হয়।

তবে প্রজনন বিশেষজ্ঞদের মতে, একজন সুস্থ পুরুষের স্বাভাবিক শুক্রাণুর (Sperm) পরিমান প্রতি মিলিলিটার বীর্যে ২ কোটি থেকে ১৫ কোটির মধ্যে।আবার আপনি যদি সুতির আন্ডারওয়্যারের (Cotton Underwear)বদলে পলেস্টারের অর্থাৎ সিনথেটিক কোন আন্ডারওয়্যার পরেন, তাহলে আপনার পুরুত্বহীনতা ঘটতে পারে। এমনকি সুতি ও পলেস্টারের মিশ্রণের আন্ডারওয়্যারও কিছুটা পুরুত্বহীনতা ঘটায়।

জাঙ্গিয়া পরলে কি লিঙ্গ ছোট হয়ে যায়?
উত্তরঃ না। তবে খুব টাইট কাপড় পড়লে একটু সংকোচিত হয় কিন্তু এতে ছোট হয় না।

করেছেন
+1
জেনে খুব উপকার হলো
করেছেন
+1
thanks for share this
করেছেন (100 পয়েন্ট)
+1
Thanks for share
করেছেন (100 পয়েন্ট)
+1
আমার লিঙ্গ foreskin এ ঢাকা নয় আমি কি জাঙ্গিয়া ছাড়া প্যআন্ট পড়তে পারব?
+1 টি ভোট
করেছেন (190 পয়েন্ট)

ছেলেদের ক্ষেত্রে আন্ডারওয়্যার বা জাঙ্গিয়া পরার উপকারিতা যেমন আছে, অপকারিতাও আছে।  তবে উপকারী দিকই বেশি। 

আপনি যখন প্যান্ট পরেন তখন আপনার যৌনাঙ্গ পুরোপুরি ঢাকা যায় না। অনেকেই একে উটকো ঝামেলা মনে করে পরেন না। তবে এটা পরা জরুরী।  গরমের দিনে আপনি চাইলে আন্ডারওয়্যার ২-৩ দিন বাদ দিতে পারেন। তবে না পরাটা একেবারেই অনুচিত। তাছাড়া আপনি সুতি প্যান্ট, শর্টস পরেও আরাম পাবেন। 

ছেলেদের অন্তর্বাস হওয়া চাই সুতির এবং ঢিলেঢালা। তাছাড়া এতে যৌনাঙ্গ এবং শুক্রাশয়ের জন্য এক্সট্রা সাপোর্ট থাকা জরুরি। অতিরিক্ত আটসাট অন্তর্বাস আপনার শুক্র উৎপাদনের পরিমান কমিয়ে দিতে পারে। তাছাড়া আপনার অন্তর্বাস হওয়া চাই এমন রঙের, যাতে ময়লা হলে সহজেই বোঝা যায়। আন্ডারওয়্যার অবশ্যই প্রতিদিন চেঞ্জ করে পরা দরকার। নাহলে উরুসন্ধি ,যৌনাঙ্গে ঘা,দুর্গন্ধ, ইনফেকশন হতে পারে। 

আন্ডারওয়্যার কেন পরা উচিত?

আন্ডারওয়্যার ব্যবহার করা জরুরি, বিশেষ করে কিশোর বয়েসী ছেলেদের জন্য।  এসময় তাদের শারীরিক বিকাশ ঘটে।  টেস্টোস্টেরোন হরমোন তাদের যৌনাঙ্গের বিকাশ ঘটায়। তবে আটসাট আন্ডারওয়্যার পরা যাবে না। এতে বীর্য উৎপাদন ব্যাহত হতে পারে। 

প্রজনন বিশেষজ্ঞের মতে, সুস্থ পুরুষের স্বাভাবিক শুক্রাণুর (sperm ) পরিমান প্রতি মিলিলিটার বীর্যে ২ কোটি থেকে ১৫ কোটির মধ্যে।  তবে আপনি যদি সুতির বদলে পলিয়েস্টার আন্ডারওয়্যার ব্যবহার করেন , তবে আপনার পুরুষত্বহীনতা ঘটতে পারে।  তাছাড়া সুতি ও পলিয়েস্টার এর মিশ্রনের আন্ডারওয়্যারও কিছুটা পুরুষত্বহীনতা ঘটাতে পারে। এজন্য Micromodal ফ্যাব্রিক এর তৈরী আন্ডারওয়্যার ব্যবহার করতে পারেন।  damensch , H &M , Calvin Klein এরকম  আন্ডারওয়্যার বানিয়ে থাকে।

আমার কয় জোড়া আন্ডারওয়্যার থাকা উচিত?

কমপক্ষে সাত জোড়া আন্ডারওয়্যার থাকা উচিত। কারণ সপ্তাহে সাত দিন , আর প্রতিদিন আন্ডারওয়্যার বদলানো উচিত। 

আন্ডারওয়্যার ব্যবহারে কি লিঙ্গ ছোট হতে পারে?

না।  তবে খুব আটসাট কাপড়ের জাঙ্গিয়া পরলে লিঙ্গ সংকুচিত হতে পারে , তবে ছোট হয়ে যায় না। smiley

+1 টি ভোট
করেছেন (33,350 পয়েন্ট)

আন্ডারওয়ার ইউস করে যে আপনি আহামরি কিছু সুবিধা পাবেন তা নয়, বরং কিছু কিছু ক্ষেত্রে অসুবিধা হতে পারে।

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

+1 টি ভোট
2 টি উত্তর 4,591 বার দেখা হয়েছে
+6 টি ভোট
2 টি উত্তর 79,473 বার দেখা হয়েছে
+11 টি ভোট
1 উত্তর 1,795 বার দেখা হয়েছে
+17 টি ভোট
2 টি উত্তর 2,182 বার দেখা হয়েছে

10,852 টি প্রশ্ন

18,553 টি উত্তর

4,746 টি মন্তব্য

854,750 জন সদস্য

58 জন অনলাইনে রয়েছে
0 জন সদস্য এবং 58 জন গেস্ট অনলাইনে
  1. xocdia88aeorg

    100 পয়েন্ট

  2. pu88now

    100 পয়েন্ট

  3. Ggpokerrrcom1

    100 পয়েন্ট

  4. n8gamesorg

    100 পয়েন্ট

  5. hbbet2pro

    100 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক শরীর #ask রক্ত আলো মোবাইল #science ক্ষতি চুল চিকিৎসা কী পদার্থবিজ্ঞান সূর্য প্রযুক্তি স্বাস্থ্য মাথা প্রাণী গণিত মহাকাশ বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান গরম খাওয়া #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রং রাত শক্তি উপকারিতা সাপ লাল মনোবিজ্ঞান আগুন গাছ খাবার সাদা মস্তিষ্ক আবিষ্কার শব্দ দুধ উপায় হাত মাছ মশা ঠাণ্ডা ব্যাথা ভয় বাতাস স্বপ্ন তাপমাত্রা গ্রহ রসায়ন কালো উদ্ভিদ পা মন কি বিস্তারিত রঙ পাখি গ্যাস সমস্যা বাচ্চা মেয়ে বৈশিষ্ট্য মৃত্যু হলুদ বাংলাদেশ সময় ব্যথা চার্জ অক্সিজেন ভাইরাস আকাশ গতি কান্না দাঁত বিড়াল আম
...