ক্যাঙ্গারুর সন্তান জন্মদানের পদ্ধতিটা অন্যান্য স্তন্যপায়ী প্রাণীদের থেকে একটু আলাদা। ক্যাঙ্গারু এক মাসেরও কম সময়ের গর্ভাবস্থার পর ছানার জন্ম দেয়। তবে পৃথিবীর মুখ দেখার আগেই মায়ের পেটে থাকা অবস্থাতেও ক্যাঙ্গারু ছানা লাফাতে শুরু করে। জন্মের তিন দিন আগ পর্যন্ত ভ্রুণের ওপর নজর রেখে বিজ্ঞানীরা বিষয়টি দেখতে পেয়েছেন। ভ্রুণের এই লাফানোটা গুরুত্বপূর্ণ। কারণ একমাত্র এই উপায়ে মায়েরা থলে তৈরি করতে পারে।
জন্মের পরপরই মা ক্যাঙ্গারু বাচ্চাটিকে চেটে পরিষ্কার করে এবং থলেতে রেখে দেয়। এই অবস্থায় বাচ্চাটি বেশ কয়েকমাস থলের ভেতরে থেকেই শারীরিক বিকাশ ঘটায় এবং ধীরে ধীরে এর শরীরে লোম গজাতে শুরু করে। চারমাস পর ক্যাঙ্গারুর বাচ্চারা মায়ের দুধ পান করা শুরু করে। মাতৃদুগ্ধ ক্যাঙ্গারু শাবকের প্রকৃতির সাথে মানিয়ে নেওয়া এবং শারীরিক বিকাশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
ক্যাঙ্গারুর এই থলেটি এমনভাবে ডিজাইন করা যে এটিকে প্রথম দেখায় খুঁজে পাওয়া খুব কঠিন।কার্টুনে আমরা ক্যাঙ্গারুর থলের মধ্যভাগজুড়ে একটি পরিষ্কার লাইন দেখতে পাই, কিন্তু বাস্তবে এর কোনো অস্তিত্বই নেই। ক্যাঙ্গারুর থলে বুঝতে আপনাকে হাত দিয়ে ধরে অনুভব করতে হবে যে আসলে ঠিক কোন অংশটা খোলা। ক্যাঙ্গারুর পেটের সাথে এটি সমান্তরালভাবে থাকে। আর এই অংশটি এতটাই সুক্ষ্ম আর পাতলা যে আপনার কল্পনাকেও হার মানাবে। সন্তানদের সম্ভাব্য বিপদ থেকে বাঁচাতে এই থলে গোপন বাংকারের মতো কাজ করে।
সোর্সঃ রাইসিং বিডি ডট কম