প্রাথমি ধারণা হলো বাচ্চা প্রসব করতে গেলে কি করতে হবে সেটাই।
প্রথমত দেখতে হবে বাচ্চাটা নরমাল ডেলিভারিতে হবে কিনা।জটিলতা থাকলে নরমাল ডেলিভারি না করার শ্রেয় নাহলে বাচ্চা ও মায়ের ঝুঁকি থাকে।প্রথমে গরম পানি,তোয়ালে,অক্সিজেন সরবরাহের যথাযথ ব্যবস্থা,স্যালাইন,প্রয়োজনীয় ঔষধ ইত্যাদি যদি সম্ভব হয় তো রাখতে হবে।এরপর প্রসব করার জন্য পেটে পুশ করতে হতে পারে।যদি বাচ্চার পজিশন ঠিক থাকে তো অটোমেটিক্যালি বের হয়ে যাবে মাথা।এরপর মাথা ধরে টান দিলেই বাচ্চাটা একবারে জন্ম নিয়ে নিবে মানে প্রসব কাজ সম্পন্ন হবে।এরপর নাভি যেটা থাকে দুই দিকে কাপড় নাড়ার যে ক্লিপ দুইটা দুই দিকে রেখে কাঁচি দিয়্র কেটে ফেলতে হবে।এরপর বাচ্চাটা তোয়ালে দিয়ে জড়ায় নিতে হবে।কান্না না করলে উপুড় করে পিঠে চাপড় দিতে হবে।এতেও কান্না না করে ডাক্তারের পরামর্শ নিতে হবে।আর মায়ের দিকেও তখন খেয়াল রাখা লাগবে।হেমারেজ অর্থাৎ ব্লিডিং এর সমস্যা দেখা দিলে ইমেডিয়েটলি হসপিটালে এডমিটের ব্যবস্থা করা উচিত।আর বাচ্চা প্রসবের সময় যদি বেশি ছিঁড়ে যায় তখনো হাসপাতালে যাওয়া উচিত।আর স্যালাইন দিতে হবে।এরকম টাইপের কিছু করায় লাগে।
আমার এর বাইরে আর কিছু জানা নেই।