Dipto Barua-
আমরা কেনো পজিটিভ স্বপ্নের চাইতে নেগেটিভ স্বপ্ন বেশি দেখি?
এর প্রধান কারণ মূলত আমরা নিজেদের ব্যক্তিগত জীবনে প্রচুর স্ট্রেসে থাকি। এছাড়াও ডিপ্রেশন এবং বিভিন্ন ঔষধ সেবনও এর কারণ হতে পারে। দেরী করে ঘুমোনোর কারণেও আমরা নেগেটিভ স্বপ্ন দেখতে পারি। অ্যামেরিকান স্লিপ এসোসিয়েশন (জ্বি! এই নামেও সংগঠন আছে!) বলে তাদের জনসংখ্যার পাঁচ শতাংশ সবসময় স্লিপিং ডিসঅর্ডারে ভুগে। থ্রেট সিমুলেশন থিওরি বলে, আমাদের ব্রেন আমাদেরকে স্বপ্নের মাধ্যমে খারাপ পরিস্থিতিতে ফেলে স্বাভাবিক জীবনের খারাপ পরিস্থিতি সামাল দেওয়ার জন্যেও তৈরি করতে পারে। তবে এটি এখনও প্রমাণিত নয়।