প্রতি বর্গ মিটারে বায়ুচাপ হিসেব করে মোট বায়ুমন্ডলের ভর হিসেব করা যায়। প্রতি বর্গমিটারে বায়ুচাপকে পৃথিবীর সার্ফেস এরিয়া দ্বারা গুন করলে পৃথিবীর ওপর মোট বল পাওয়া যায়। একে ত্বরন দ্বারা ভাগ করলে মোট ভর বের হবে।
বায়ুচাপ, P=F/A
⇨P=mg/A
⇨m=PA/g
এখানে, m মোট বায়ুমন্ডলের ভর, P বায়ুচাপ, A পৃথিবীর সার্ফেস এরিয়া, g ত্বরন।
P, A এবং g পরীক্ষার মাধ্যমে পাওয়া।
P= 101325 N/m2
A=2πR^2= 2π*6378100^2
g=9.8m/s2
m=PA/g= (101325*2π*6378100^2)/9.8
= 5.28*10^18 kg
এটা মোটামুটি হিসেব।