যেমন- খুব অল্প পরিমাণ মূত্র ত্যাগ করে,খুবই কম ঘামে, মরুভূমির প্রাণিদের নিঃশ্বাসের সাথে প্রচুর পানি বাষ্পাকারে বের হয়ে যায় কিন্তু উটের নিঃশ্বাসে খুব কম পানি বের হয় কারণ উটের নাসাপথ বেশ প্যাঁচানো ও নাকের ছিদ্র কপাটিকা যুক্ত এর ফলে নিঃশ্বাসের সাথে যে পানি থাকে তা পুনঃরায় শোষিত হয়।