আমরা চলাচল, কথা বলা, বুদ্ধি এগুলো ব্যবহার করতে পারি কেন? আমাদের মস্তিষ্কের বিশেষ গঠনের কারণে আমরা এই বিশেষ কাজগুলো করতে পারি। এসব কিছুর পিছনে রয়েছে নিউরন। নিউরন আমাদের বুদ্ধি সঞ্চয় করে। আমরা এক পা বেশি হাঁটবো নাকি এক পা কম হাঁটবো, কোথায় কথা বলব, কোথায় বুদ্ধি খাটাব তার সবই নিউরনের মধ্যে সঞ্চিত থাকে। নিউরন এর মধ্যে ক্রমাগত ইলেক্ট্রোম্যাগনেট এই অদ্ভুত শক্তিসমূহ ধরে রাখে। এক সেকেন্ডের জন্য যদি ইলেক্ট্রো ম্যাগনেট কাজ করা বন্ধ করে দেয় তাহলে আমাদের এই অদ্ভুত শক্তি দেহ থেকে চলে যাবে। পরবর্তীতে আপনি ইলেক্ট্রো ম্যাগনেট পুনরায় চালু করলেও সেই শক্তি বায়ু থেকে পুনরায় ফিরে পাবেন না। এমনকি আমাদের হৃৎপিণ্ডে শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ এই নিউরনের সঞ্চিত বুদ্ধিতেই চলে।