শীতকালে জলীয় বাষ্প গঠিত হওয়ার পাশাপাশি শীতকালে চারপাশে কুয়াশায় ভরপুর থাকে।যখন কেউ কথা বলে কিংবা কোনো কিছুর শব্দ হয় তখন সেই শব্দ শীতকালে জলীয় বাষ্প এর মাধ্যমে কম্পন সৃষ্টি করে যা আমাদের কানে পৌছায় এবং পর্যাপ্ত পরিমান কুয়াশা থাকলে ও জলীয় বাষ্প কম থাকলে আওয়াজ বেশি শোনায়।তাই শীতকালে আওয়াজ বেশি বা জোরে হয়।