কোনোকিছুর উপর আলো পড়লে আলোর যে রঙ শোষিত হয় না আমরা সাধারণত বস্তুটিকে সেই রঙেই দেখতে পাই।এমনিতে বলা হয় পানি রঙহীন।কথা টা কিছুটা হলেও সত্যি।আবার উৎসভেদে রঙের মাঝে তফাৎ দেখা দেয়।কিছু ক্ষেত্রে পানিকে লাল,সবুজ ইত্যাদি রঙেও দেখা যায় যদি এখানে পানিতে অন্যকিছু থাকার ফলে এমনটি দেখায়।
একদম পরিষ্কার পানিকে নীল দেখতে হয় যা সাধারণত আকাশের রঙের প্রতিফলনের জন্য দেখায়।
তবে বিশুদ্ধ পানি কালারলেস নয়!এটি অনেকেটা নীলচে হয়ে থাকে।