কম সময়ে ও সহজেই ল্যাবরেটরির কাজ সম্পাদনের জন্য প্রমাণ দ্রবন ব্যাবহার করা হয়।যে দ্রবণের ঘনমাত্রা আমাদের জানা থাকে তাকে প্রমাণ দ্রবণ বলে।
আর মোলার দ্রবণ একটি প্রমাণ দ্রবণ।নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার বা 1000 মিলি দ্রাবকে কোন পদার্থের 1 মোল দ্রব্য দ্রবীভূত থাকলে তাকে মোলার দ্রবণ বলে।
যেহেতু মোলার দ্রবণের নিদিষ্ট আয়তনে দ্রব্যের পরিমাণ নির্দিষ্ট বা জানা থাকে তাই কাজের সুবিধার্থে মোলার দ্রবণ ব্যাবহার করা হয়।