এলিয়েন যদি পৃথিবী পর্যন্ত আসতে পারে স্বভাবতই তারা বুদ্ধিমান প্রাণী হবে। মানুষ তার চেয়ে বুদ্ধিমান এবং অজানা সব কিছুকেই ভয় পায়। সেই ভয় থেকেই এলিয়েনদের বিচ্ছিরি করে প্রেজেন্ট করা হয়। এটা একরকম মেন্টাল ডিফেন্স মেকানিজম।
আবার অনেকে উপন্যাসে এরকমভাবে এলিয়েনের বর্ণনা দিয়েছে বলেও এদের এই চেহারা প্রচলিত রয়েছে।
আদিব সাখাওয়াত-
এলিয়্যান এর চোখ থাকতেই হবে কে বলেছে?
তাদের ২ টা হাত
২ টা পা
নাকের ফুটা
মাথায় মগজ তো নাও থাকতে পারে।
বিজ্ঞানীররা কিন্তু এভাবে ভাবেন না। এটা শিল্পিদের আকার বিষয় আর মানুষের ভাবনাই হল মানুষের চেয়ে যারা শক্তিধর বা সম পর্যায়ের তাদের মানুষের মত অঙ্গ থাকবে। এজন্যই বেশিরভাগ প্রাচীন ধর্মেও সৃষ্টিকর্তা অনেকটা মানুষের মতই দেখতে।
এটা এক ধরনের মনস্তত্ত্ব। আর এখানে আসলে এলিয়্যান দের সব সময় সিনেমা গুলায় মানুষের প্রতিপক্ষ হিসাবে দাঁড় করান হয়। এজন্যই এমন বিভতস রুপ।
একটু হিন্ট দিই। এলিয়ানের মুখের সাথে ইন্সেক্টা শ্রেণীর মুখের মিল দেখবেন।
মানুষ যা দেখে তাকেই মোল্ড করে অন্য শেপে। কোর সায়েন্স ছাড়া নতুন কিছু ভাবা সম্ভব না।
বিঃদ্রঃ এলিয়েন যে বুদ্ধিমান,আর সুগঠিত চেহারাসম্পন্ন হবে তা কিন্তু নয়।তারা ব্যাকটেরিয়ার মতও হতে পারে আবার এমন কোনোরকমের মত যা আমরা কল্পনাও করতে পারি না।এলিয়েন দেখা না পর্যন্ত আমরা কেউই বলতে পারব না এলিয়েন আসলে কেমন দেখতে।
https://wusfnews.wusf.usf.edu/science-space/2020-11-01/science-fiction-vs-science-fact-what-will-aliens-look-like