জলদস্যুরা ভালাে চোখই ঢেকে রাখে বিশেষ সুবিধা নেয়ার জন্য। আমাদের চোখে কতটা আলাে প্রবেশ করবে সেটি নির্ধারিত হয় পিউপিল বা তারারন্ক্রের মাধ্যমে। চারপাশের আলাে বেশি হলে চোখের ভেতর আলাে প্রবেশের মাত্রা কমিয়ে দিতে তারারন্ধ্র ছােট হয়ে আসে।
আবার অল্প আলােয় দেখতে চোখের ভেতর আলাে প্রবেশ বাড়াতে তারারন্ধ্র বড় হয়ে যায়। এই ছােট বড় হওয়ার কাজটিতে কিছুটা সময় লেগে যায় বলে অন্ধকার থেকে হঠাৎ করে উজ্জ্বল আলােয় গেলে দেখতে অসুবিধা হয় আর উজ্জ্বল আলোয় আলােকিত এলাকা থেকে অন্ধকার ঘরে প্রবেশ করলে আমরা কিছু দেখতে পাই না। এজন্য তারা চোখ ঢেকে রাখতো
সূত্র: ইন্টারনেট