মানুষের বৃদ্ধ বয়সে বিভিন্ন কারণে বা বলতে গেলে বিভিন্ন রোগের জন্যই মারা যায়।বিভিন্ন অনুজীবনের সংক্রমণের ফলে শরীরে বিভিন্ন রোগের সৃষ্টি হয়।বয়স বাড়ার সাথে সাথে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়।এমন কাউকে পাওয়া যাবে না যার কোনো রোগ হয় নি যদি রোগের মাত্রা কম-বেশি হতে পারে!
আবার বয়স বাড়ার সাথে সাথে মানুষের কোষ তৈরির হার কমে যেতে থাকে তৈরি হওয়ার তুলনায়।তখন মানুষ মারা যায়।।
পৃৃথিবীর সব জীবের কোষ ক্ষয় হতে থাকে। বয়স বাড়ার সাথে সেই কোষ ক্ষয় বেড়ে যায়। কোষ প্রতিস্থাপনের গতি বয়সের সাথে সাথে কমতে থাকে। ক্ষয় রোধ করা যায় না কিন্তু এর গতি কমানো যায়। কোষের ক্ষয় হতে হতে এক সময় সেটা প্রতিস্থাপন বন্ধ হয়ে যায় তখন জীব মারা যায়।
আবার হৃৎপিণ্ড কোনোভাবে বন্ধ হয়ে গেলে বা ব্রেনের ক্ষতি হলে মানুষ মারা যেতে পারে বা কোনো অঙ্গ যা অত্যাবশকীয় সেটা কোনোভাবে নষ্ট হয়ে যায় তবে মানুষ মারা যাবে!