মাঝে মাঝে যখন ঘুমিয়ে স্বপ্ন দেখি তখন যদি কেউ ঘুম ভাঙারনোর চেষ্টা করে এবং সে সময় যদি স্বপ্নে মারামারি করি তাহলে যিনি বাস্তবে ঘুম ভাঙিয়েছে তার সাথেও মারামারি করি ৷ যদিও বুঝতে পারি যে আমি স্বপ্ন এখন আর স্বপ্ন দেখছিনা, বরং বাস্তবেই ঘটছে সব ৷ আমার প্রশ্ন হলো, বাস্তব জানা স্বত্বেও ব্রেইন কেন মেনে নিতে চায় না যে এটা স্বপ্ন? কেন বাস্তবে ব্যাক্তিটির সাথে মারামারি করার সময় কোনো বাধা দেয় না ? এটি কী কোনো রোগ ?