Nishat Tasnim -
দেয়ালের মধ্য দিয়ে শব্দ প্রবাহিত হতে পারে। তবে দেয়ালের কিছু অংশে কান পেতে শব্দ স্পষ্টভাবে শুনা যেতে পারে আবার কিছু অংশে কান পাতলে শব্দ অস্পষ্টভাবে শুনা যাবে। এটি অনেকাংশে নির্ভর করে শব্দের উৎস থেকে দেয়ালের দূরত্বের উপর। গ্লাসের সাহায্যে সহজেই কান পেতে শব্দ শুনা যায়। এর জন্য দেয়ালের উপর গ্লাসটির মুখ রেখে অপরে পাশে কান পেতে শব্দ শুনা যাবে। শব্দতরঙ্গ দেয়ালের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে গ্লাসে আসবে এবং আপনি সহজেই শব্দ শুনতে পারবেন। শব্দ শুনতে না পেলে গ্লাসটিকে দেয়ালের উপর বিভিন্ন জায়গায় রেখে শব্দ শুনার চেষ্টা করতে পারেন।
রেফারেন্সঃ-
https://www.wikihow.com/Hear-Through-Walls