মূলত কালো রঙ কোনো রঙ নয়।এটা কোনো রঙ প্রতিফলিত না করের কারণে এটিকে কালো দেখায়।আলো হচ্ছে মূলত সাতটি রঙ্গের মিশ্রন- বেগুনী,নীল,আসমানী,সবুজ,হলুদ,লাল,কমলা। কোনো বস্তু একটি নির্দিষ্ট রঙ দেখায় যখন বস্তুটিতে ওই রঙের অনুপস্থিতি রয়েছে কারন বস্তু ।বোঝার সুবিধার জন্য ধরে নিই বস্তুটির রঙ লাল। তার মানে বস্তুটি লাল রঙের তরঙ্গটি বাদ দিয়ে বাকি তরঙ্গগুলিকে শোষণ করে নেয়। লাল তরঙ্গের আলোক রশ্মিটি প্রতিফলিত হয়ে আমাদের চোখে পৌঁছায়। আমরা সেই বস্তুটিকে লাল দেখি। আবার সবুজ বস্তু থেকে সবুজ তরঙ্গটি প্রতিফলিত হয়, বাকি সব রঙের তরঙ্গগুলি বস্তুটিতে শোষিত হয়ে যায়। আর যখন কোনো বস্তুর মধ্যে সাতটি রঙ্গের উপস্থিতি থাকবে তখন বস্তুটি আলোকে প্রতিফলিত করবে না যাকে আমরা বলি শোষন। আর প্রতিফলন না করার কারনে বস্তুটিকে কালো দেখায়।