আপনার ডিলিট হওয়া ফাইল কোথায় থাকবে? পারমানেন্টলি চলে যাবে কি?
কোথাও যায় না, মেমোরিতেই জমা থাকে তবে সিস্টেম আপনাকে দেখাবে যে মেমোরিতে জায়গা খালি রয়েছে । তবে ফাইলগুলো মুছে যায় না, বরং হার্ডডিস্কেই থাকে।মনে রাখবেন হার্ডডিস্কের বড় ফাইলগুলো একাধিক জায়গায় সংরক্ষণ থাকে।আসলে মেমোরিতে ডেটা সেক্টর থাকে যেগুলোকে ব্লক বলে যেখানে ০ আর ১ বিট হিসেবে ডেটা গুলো জমা থাকে সেগুলো ওখানেই পরে থাকে যতক্ষণ না পর্যন্ত আপনি নতুন কোন ডেটা ইনপুট দিচ্ছেন।যখনই নতুন কোন ডেটা আসবে সেগুলোর বিট দ্বারা ওই পুরোনো ডেটার জায়গা গুলো পরিবর্তন করে প্রতিস্থাপন হয়ে যাবে।অর্থাৎ নতুুু কোন ডেটা দিয়ে পুরনো জায়গা পূরণ করা। এভাবেই মূলত মেমোরি কাজ করে থাকে। আর ডেটা রিকভারি কাজ করে যদি আপনি নতুন ডেটা দ্বারা পরিবর্তন না করে থাকেন তাহলে,ডেটা আপনার হার্ডডিস্কেই থাকবে।এতে রিকভারি টুল বা ভালো সফটওয়্যার দিয়ে মুছে যাওয়া ডেটা ফেরৎ আনা সম্ভব।
ঘানার গোয়েন্দা সংস্থা অপরাধীদের ফেলে বৈদ্যুতিক বর্জের থেকে পুনরায় ডাটা পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছিল। তাই নষ্ট হওয়া হার্ড ডিস্ক ফেলে না দিয়ে পুড়িয়ে ফেলুন।নিরাপদ থাকুন।