বর্তমান সময়ে দেখা যাচ্ছে আমেরিকান দের ঝোঁক হারবাল ওষুধের প্রতি বেশ বেড়ে যাচ্ছে। কিন্তু হারবাল চিকিৎসা কি নিরাপদ? এ নিয়ে দ্বিধাদ্বন্দের যেন শেষ নেই।
FDA এর এক ক্লিনিক্যাল ট্রায়ালে কয়েকজন গবেষক আলাদা আলাদা ভাবে এ নিয়ে গবেষণা করেন। গবেষণা শেষে সবার মত অনুযায়ী এটিই বুঝা যায় যে হারবাল/ভেষজ চিকিৎসা ক্ষতিকারক নয়। হারবাল/ভেষজ ওষুধ সর্বক্ষেত্রে কাজে না লাগলেও এটি সামান্য পরিমাণে কোনো রোগ সাড়ানোর কাজে ব্যবহার করা যেতে পারে তথা রোগ সাড়ানোর কাজে এর প্রভাব সামান্য। মূলত হারবাল প্রোডাক্ট কে ওষুধের তালিকায় অন্তর্ভুক্ত না করে খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। তবে লা'ফ্র‍্যান্স নামক এক গবেষক এর মতে, হারবাল ওষুধ খাওয়ার আগে অবশ্যই সেই রোগ সম্পর্কিত কোনো ডাক্তার এর কাছে যাওয়াই শ্রেয়!