Warman Hasbi-
মশা মানুষের সবচেয়ে বেশি পর্যবেক্ষিত প্রাণীগুলোর মধ্যে অন্যতম, কারণ পৃথিবীতে কোন প্রাণীর দ্বারা মানুষের মৃত্যুর জন্য সবচেয়ে বেশি দ্বায়ী মশা।
কলোম্বিয়া ইউনিভার্সিটির একটি পর্যবেক্ষণে মশার কিছু আচরণ পরিলক্ষিত হয়েছে যা থেকে বুঝা যায় মশাও ঘুমায়।
দেখা গেছে এরা প্রায় ই অবতরণ করে এবং সেখানে দীর্ঘ সময় ধরে ঝুলে থাকে স্থির হয়ে। এবং তখন যদি তাদের৷ এভাবে ঘুমাতে না দেয়া হয় তাহলে পরবর্তী সময়ে এই ঘুমটা পুশিয়ে নেয়, যেমন মানুষ রাত জাগলে পরে দিনে ঘুমিয়ে পোশায়। (Science Bee)
এভাবে ঝুলে থেকে শুধু মাত্র বিশ্রাম নেয় নাকি আসলেই ঘুমায় সেটা আরো নিশ্চিত হয় একটা এক্সপ্যারিমেন্ট এর পর, এতে দেখা যায় এদের খাবারে ক্যাফেইন মিশালে কম সময় ঘুমায় আবার স্লিপিং পিলের উপাদান দিলে আরো দীর্ঘ সময় ধরে ঘুমায়। তবে মশারা এভাবে বিশ্রাম নেয় নাকি আসলেই ঘুমায় এবিষয়ে একদম সিউর না, আর ঘুমালেও আমাদের মত নয়।
একেক প্রজাতির মশার ঘুমের সময় ও ভিন্ন, এডিস মশা রাতে ঘুমায় এবং দিনে এক্টিভ থাকে আবার Cluex Mosquitos রাতে এক্টিভ থাকে।
Science Bee-বিজ্ঞান গ্রুপ