লিভারের রোগে আক্রান্ত অনেকে তাদের লিভারের ক্ষতি হওয়ার পরেও অসুস্থ দেখায় না বা বোধ করে না। লিভার ডিজিজের ক্ষতির অগ্রগতির একটি নির্দিষ্ট পর্যায়ে অপরিবর্তনীয় হয়ে উঠতে পারে এবং লিভারের ব্যর্থতা, লিভারের ক্যান্সার বা মৃত্যুর কারণ হতে পারে।
লিভার ফেইলার দেখা দিলে ব্যক্তি 1 দিন বা বড়জোর দুইদিন বাঁচতে পারবে।তবে লিভার ক্যান্সার বা ফেইলার যাই হোক ব্যক্তি তা প্রতিস্থাপন করতে পারবে।
তবে যকৃত ধ্বংস হয়ে গেলে এবং তার চিকিৎসা ওইসময়ই না করালে মারা যাবে রোগী।আবার চিকিৎসা করালেও অস্ত্রোপচারে সফল নাও হতে পারে!