সিগন্যালটা আসলে কিরূপ থাকে?(স্যাটেলাইটে যে সিগন্যাল গিয়ে আবার পৃথিবীতে ফিরে আসে)
উত্তর:
স্যাটেলাইটের সিগনাল আসে রেডিও ওয়েভরূপে যার তরঙ্গ দৈর্ঘ্য বেশী। কিন্তু যেহেতু এটি তড়িতচুম্বক তরঙ্গ তাই এটি খুব সহজেই প্রায় আলোর বেগে পরিবাহিত হতে পারে।
আর এই সিগনাল থাকে ডিজিটাল সিগন্যাল রুপে।
ধন্যবাদ।