একলাম্পশিয়া কী?
একলাম্পশিয়া এক ধরণের খিঁচুনি। যা গর্ভবতী মহিলাদের হয়। সাধারণত বিশ সপ্তাহের পর হয়। ডেলিভারির সময় এবং ডেলিভারির পরও হতে পারে।
লক্ষণ কী?
প্রেশার অনেক বেড়ে যাওয়া। হাত পা ফুলে ঢোল হওয়া, মাথা ব্যথা, চোখে অন্ধকার দেখা, বুকে ব্যথা, সর্বশেষ চোখ মুখ উল্টিয়ে অজ্ঞান হয়ে যাওয়া। পড়ে যাওয়ার ফলে অনেক ইনজুরি হয়। তারমধ্যে জিহবা কেটে রক্তারক্তি কান্ড ঘটে। অনেক ক্ষেত্রে গর্ভফুল সেপারেট হয়ে বাচ্চা মারা যায়। হার্ট, লাং, লিভার, কিডনি অকেজো হয়ে যায়। এমনকি ব্রেন স্ট্রোক হয়ে মৃত্যু পর্যন্ত হতে পারে।
কেন হয়?
কোন কারণ জানা যায়নি। তবে কিছু কিছু রিক্স ফ্যাক্টর আছে। যেমন- কম বয়সে বিয়ে, কম বয়সে বাচ্চা ধারণ, দারিদ্র্যতা, অপুষ্টি, ক্যালসিয়ামের অভাব এবং আরো অজানা কারণ।