সাধারণত O+ group এর রক্ত কে সার্বজনীন দাতা বলা হলেও এখন মেডিক্যাল science আরো উন্নত হওয়ার দরুন এই ধারণা সব ক্ষেত্রে ঠিক নয়…. মানুষ এর রক্তের অনেক গুলো কম্পোনেন্ট থাকে এবং প্রত্যেক মানুষ এর ক্ষেত্রে এমনকি গ্রুপ ও rh factor একই হলেও কিছু ক্ষেত্রে তারতম্য হতে পারে।
তাই বর্তমানে খুব আধুনিক science এর মতে সার্বজনীন দাতা বলে কোনো blood group নেই….
কিন্তু তবুও পুরনো পদ্ধতি অনুসারে সর্বজনীন ডোনার বলা হয়ে থাকে O- কে আগে ধারনা করা হোতো এই রক্তে কোনো ধরনের ph factor থাকেনা তাই যে কোনো গ্রুপের গ্রাহিতার রক্তের ph factor ধারণ করতে পারে। যদিও আধুনিক বিজ্ঞান এটার মান্যতা দিচ্ছে না।