স্থায়ী দাঁত স্বাভাবিক নিয়মেই দেরিতে ওঠে। স্থায়ী দাঁতের মধ্যে আক্কেল দাঁত সবচেয়ে দেরিতে ওঠে। এর কারন হল বিবর্তন। ধারণা করা হয় লক্ষ লক্ষ বছর ধরে মানুষের খাদ্যাভাসের পরিবর্তনের ফলে মানুষের চোয়াল ক্রমশ ছোট হয়ে যাচ্ছে। ফলে চোয়ালে ৩২ টি দাঁতের জন্য যথেষ্ট জায়গা থাকে না বেশিরভাগ ক্ষেত্রেই। তখন আক্কেল দাঁত এর অংশবিশেষ বা পুরোটাই হাড়ে আটকে যায় এবং এর ফলেই দাঁত উঠতে দেরি হয়৷
এই দাঁত অনেকেরই সমস্যার কারণ হয়ে দাঁড়ায় সেক্ষেত্রে এই দাঁত উঠিয়ে ফেললেও সমস্যা হয় না।