ক্লিন শেভিং! অনেকে পরিপাটি দেখানোর জন্য ও ফর্মালিটি মেইনটেইন করতে ক্লিন শেভ করে থাকেন। ক্লিন শেভের অনেক উপকার থাকলেও অপকারও রয়েছে।
চুলকানি- শেভ করার পর ত্বক অনাবৃত হয়ে পড়ে।বাইরের ধুলাবালি, আবহাওয়ার সাথে খাপ খাওয়াতে ও নতুন করে দাড়ি উঠতে সময় লাগে, ফলে এই সময় চুলকানির সৃষ্টি হয়।
রেজার বার্ন- অনেকে মনে করে যত জোরে প্রেসার দিয়ে শেভ করবে, তত ক্লিন হবে মুখ, আদতেই একটা ভ্রান্ত ধারণা মাত্র,বরং অতিরিক্ত প্রেসার এর ফলে রেজার বার্ণ দেখা যায়। যার ফলে ত্বকে সমস্যা হয়, ব্যথা হয়।
ইনগ্রোন হেয়ার এন্ড বাম্পস- ক্লিন শেভের পর রাতারাতি নতুন করে দাড়ি গজাতে শুরু করে। কিন্তু এই দাড়ি যদি ভিতরের দিকে বাড়ে তাহলে তা অত্যন্ত ব্যথাদায়ক হয়।
ফলিকিউলিটিস- ক্লিন শেভিং এর ফলে ত্বকে ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র তৈরি হয়, এই ছিদ্র দিয়ে ব্যাকটেরিয়া হেয়ার ফলিকিউল এর ভিতর প্রবেশ করে, যার ফলে ত্বকের সমস্যা দেখা দেয়।
ক্রেডিট : মিথিলা ফারজানা মেলোডি