বিকিরণ কি? অালো কিভাবে মাধ্যম ছাড়া চলতে পারে?
তাপ সঞ্চালনের যে তিনটি উপায় রয়েছে তার একটি হচ্ছে বিকিরণ। জ্বলন্ত চুল্লীর পাশে দাঁড়িয়ে আমরা যে তাপ অনুভব করি তা চুল্লী থেকে বিকিরণ প্রক্রিয়ার মাধ্যমে আসে। আবার সূর্য থেকে যে তাপ আমরা পাই তা-ও বিকিরণ প্রক্রিয়ার মাধ্যমে আসে। বিকিরণ প্রক্রিয়ায় যে কেবল তাপের প্রবাহ ঘটে তা নয়, আলোও বিকিরণ প্রক্রিয়ার মাধ্যমে এক স্থান থেকে অন্য স্থানে যায়। আর তাই সূর্য থেকে আমরা তাপ এবং আলো দু’টোই পাই। কাজেই বিকিরণ হচ্ছে শূন্য মাধ্যমে শক্তির প্রবাহ। শক্তির এ প্রবাহ তরঙ্গ আকারে কিংবা কণা আকারে হতে পারে।
তাই বিকিরণ প্রক্রিয়ায় মাধ্যমের প্রয়োজন হয় না
বিকিরণ প্রক্রিয়ায় মাধ্যমের প্রয়োজন হয় না বলেই সূর্য থেকে তাপ এবং আলো কোন মাধ্যম ছাড়াই পৃথিবীতে চলে আসতে পারে।