এই প্রশ্নের উত্তর জানতে হলে আগে জানতে হবে আগুনের শিখা আসলে কি। আগুন জ্বলার জন্ম প্রয়োজন তিনটি উপাদান। জ্বালানি, অক্সিজেন এবং তাপ। এখন এই তাপের উপস্থিতিতে জ্বালানি ও অক্সিজেন বিক্রিয়া করে জ্বালানির অক্সাইড উৎপন্ন করে। এই অক্সাইড গ্যাস আকারে উরে যায়। যেহেতু এই গ্যাস এর তাপমাত্রা অনেক বেশি থাকে, তাই তার পরমাণুতে থাকা ইলেকট্রন গুল শক্তি নির্গত করে। এই শক্তিই আমরা আলো হিসেবে দেখতে পাই। এখন যেহেতু এই গ্যাসের তাপমাত্রা অনেক বেশি থাকে তাই প্লবতার নীতি অনুসারে এই গ্যাস উপরের দিকে উঠে যায় এবং আসেপাসের ঠাণ্ডা গ্যাস নিচের দিকের জায়গা দখল করে। তাই আমরা দেখি যে আগুনের শিখা উপরের দিকে উঠে যায়। কিন্তু যদি অভিকর্ষ না থাকতো তাহলে প্লবতার নীতি কার্যকর হতো না। ফলে নিচের গরম গ্যাস উপরে উঠে যেত না। ফলে আমরা গোল আগুনরে শিখা দেখতাম। অর্থাৎ অভিকর্ষ না থাকলে যে আগুনরে শিখা গোল হতো তা সঠিক।