বিশুদ্ধ হলুদ বর্ণের ইদুরের জিনোটইপ হলো YY. প্রকৃতিতে এরকম কোনো ইদুর ই পাওয়া যায় না। কারণ এরা গর্ভাবস্থায় ই মারা যায়।
এটা হয় মূলত Lethal Gene বা মারণ জিনের প্রভাবে। এ ধরনের জিন গুলো Homozygous Dominant হলে এই ধরনের বৈশিষ্ট্য দেখায় যায়।
এজন্য Yy জিনোটাইপ বিশিষ্ট হলুদ ইদুর পাওয়া গেলেও YY পাওয়া যায় না।