শীতকাল
বাতাসের তুলনায় আমাদের শরীরের তাপ তখন বেশি থাকে। গোসল করে উঠার সময় উপরের তাপমাত্রা থাকে আর আমাদের দেহ থেকে পানিরকণা বের হয়। শরীর দিয়ে বের হওয়া ঐ পানি বাইরের ঠাণ্ডা পানিকণার সাথে মিশে ঘন পানিকণায় পরিণত হয়। এই ঘন পানিকণাগুলোকে তখন ধোঁয়ার মতো দেখায়।