মেরে ফেলে না পুরুষ মৌমাছি কে।
পুরুষ মৌমাছির যৌনমিলনের সময়ে তার এন্ডোফেলাস (যৌনাঙ্গ) কর্মী মৌমাছির হুলের মতই ভেঙ্গে যায় এবং তখনই মারা যায় পুরুষ মৌমাছি। এ জন্য এ মিলন’কে বলে “The Dramatic Sexual Suicide”।তারা মারা যাবে জেনেও শুধুমাত্র বংশরক্ষার জন্য যৌনমিলনের অপেক্ষায় থাকে।