গ্রেডিয়েন্ট হলো কোনো স্কেলার রাশিকে ভেক্টর রাশিতে পরিণত করে তার সর্বোচ্চ বৃদ্ধির হার বের করা. এক্ষেত্রে ডেল অপারেটর এর সাথে স্কেলার রাশির ডট গুননে একটা ভেক্টর রাশি পাওয়া যায়. ডাইভারজেন্স হলো একটা ভেক্টর রাশিকে স্কেলার রাশিতে পরিণত করে তার সর্বোচ্চ ফ্লাক্সের পরিমাণ বের করা. এখানে ডেল অপারেটর এর সাথে ভেক্টর রাশির ডট গুনণে একটা স্কেলার রাশি পাওয়া যায় ।
আবার কার্ল হলো একটা ভেক্টর রাশিকে ভেক্টর রাশিতে পরিণত করে তার একক ক্ষেত্রফলে সর্বাধিক রেখা ইন্টিগ্রাল পাওয়া. যেখানে ডেল অপারেটর দিয়ে ভেক্টর রাশিকে ক্রস গুনন করিয়ে একটা ভেক্টর রাশি পাওয়া যায়
তাহলে সব গাণিতিক ফলাফল হিসেবে,
কার্লকে গ্রেডিয়েন্ট করলে তা সংজ্ঞা পরিপন্থী হয়ে যায় আর ডাইভারজেন্স করলে তা সংজ্ঞার সাথে মিলে যায়.
তাই প্রদত্ত প্রশ্নের যথার্থটা আছে এবং সঠিক হলো যে কার্লের ডাইভারজেন্স শুন্য গ্রেডিয়েন্ট নয়!!