মানুষ একই পরিমাণ কোক প্লাস্টিকের বোতলে না খেয়ে ক্যানে দ্বিগুণ দাম দিয়ে কেনো খায়?
প্লাস্টিকের বোতলে আমরা যে জল খাই সেটা মোটেই নিরাপদ নয়। ... প্লাস্টিক ১- PETE (Polyethylene Terephthalate)- এই প্লাস্টিক জলের বোতল বা সরবতের বোতল তৈরি করতে ব্যবহার করা হয়। এগুলো কিন্তু কখনো গরম করবেন না, কারণ তা করলে সেখান থেকে এন্টিমনি (antimony) বেরিয়ে আসে।