পরমানুর কক্ষপথের আকার বলতে মূলত একটি কক্ষপথের ব্যসার্ধকে বোঝায় অর্থাৎ নিউক্লিয়াস থেকে একটি কক্ষপথের দূরত্ব।
H এর প্রথম কক্ষপথের দূরত্ব/ব্যসার্ধ=5.292×10^_11 m.
কক্ষপথের আকার ইলেকট্রনের ভর,বেগ,প্লাঙ্কের ধ্রুবক,কততম কক্ষপথ(n)তার ওপর নির্ভর করে।
তাই সব পরমানুর কক্ষপথের আকার এক হয় না।