এই অতি-প্রাকৃতিক ঘটনাটির বৈজ্ঞানিক ব্যাখ্যা হলো কোন স্হানের জলভাগের ভাগের তাপমাত্রা তৎসংলগ্ন স্হল ভাগের চেয়ে প্রচন্ড ভাবে বৃদ্ধি পেলে সেখানে নিম্নচাপের সৃষ্টি হয় এবং প্রচন্ড বেগে সেই জল উপরে উঠতে থাকে এই বিষয়টাকে আবহাওয়া পদার্থ বিজ্ঞানে Waterspout বলে।
একই বিষয়টি স্হল ভাগে সংঘটিত হলে যেটাকে আমরা বলি টর্নেডো। টর্নেডো খুব শক্তিশালি হলে যেমন অনেক বড়-বড় বস্তুও আকাশে উড়িয়ে নিয়ে যায় ঠিক একই ভাবে Waterspout জল ভাগ থেকে মাছ-ব্যাঙ সহ অন্যান্য জলজ প্রানী আকাশে উঠিয়ে নিয়ে যায়।
Waterspout এর ফলে সৃষ্ট জ্বলীয় বাষ্প যখন অন্য স্হানে বৃষ্টি হিসাবে ভূমিতে পতিত হয় তখন আমরা বৃষ্টির সাথে ঐ সকল মাছ ও ব্যাঙ ও পেয়ে থাকি। তাই মাঝে মাঝে আকাশ থেকে বৃষ্টির সাথে মাছ ও ব্যাঙ ও দেখতে পেলে সেটাকে বিধাতার লিলা-খেলা না বলে প্রাকৃতিক ঘটান বলে মনে করবেন।
এ পর্যন্ত আকাশ থাকে পড়া সবচেয়ে বড় মাছটি ছিল প্রায় ৬ পাউন্ড যা আমাদের প্রতিবেশি দেশ ভারতের কোন স্হানে রেকর্ড করা হয়েছে বলে বিখ্যাত বিজ্ঞান গবেষনা পত্র সাইন্সে পাওয়া যায়। [১]
বিস্তারিত নিচে লিংক-
https://youtu.be/MKWfNSFXzqw