না ৷
স্ট্রোক হলো মস্তিষ্কের অসুখ এবং হার্ট অ্যাটাক হলো হার্টের অসুখ। যদিও সাধারণত ঝুঁকিগুলো একই রকম থাকে। যাদের উচ্চ রক্তচাপ রয়েছে, যারা ওষুধপত্র ঠিকমতো নেয় না, ডায়াবেটিস রয়েছে, নিয়ন্ত্রণ করে না—এ ধরনের রোগী যারা ধূমপান করে, তারা কোনো কারণে যদি পক্ষাঘাতগ্রস্ত হয়ে যায়, প্যারালাইসিসের মতো হয়ে যায়, তখন ধারণা করা যেতে পারে তার হয়তো স্ট্রোক হয়েছে। সে ক্ষেত্রে এ ধরনের রোগীদের যেসব হাসপাতালে নিউরোলোজি বিভাগ রয়েছে, সেখানে নিয়ে যেতে হবে।
যে কারণে হার্ট অ্যাটাক হয়, ঠিক একই কারণে স্ট্রোক হয়। আমাদের যে মস্তিষ্ক, যেটি সারা শরীরকে পরিচালনা করে, সেখানেও রক্ত চলাচলের এ রকম নালি রয়েছে সে নালিগুলোর কোনো একটি অংশ যদি বন্ধ হয়ে যায়, তাহলে মস্তিষ্কের কিছু অংশের ক্ষতি হয়ে যায়। সে ক্ষেত্রে শরীরের কোনো দিকের অংশ প্যারালাইসিস হয়ে যায় বা অবশ হয়ে যায়। একে সাধারণত স্ট্রোক বলে। সুতরাং আমরা সাদামাটা ভাবে বলতে পারি, হার্টের রক্তচলাচল বন্ধ হয়ে হার্টের যে ক্ষতি হয়, একে হার্ট অ্যাটাক বলা হয়। আর মস্তিষ্কের রক্ত চলাচল বন্ধ হয়ে মস্তিষ্কের যে ক্ষতি হয় সেটাকে স্ট্রোক বলা হয়।
Source : NTV