সালোকসংশ্লেষণ ছাড়াও আরো অনেক উপায়ে অক্সিজন উৎপাদন করা সম্ভব। এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় পদ্ধতি হচ্ছে তড়িৎ বিশ্লেষণ।
তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিঃ
পানি ( h2o) অর্থাৎ পানির একটি অনুতে দুইটি ধনাত্মক হাইড্রোজেন পরমাণু এবং একটি ঋণাত্মক অক্সিজেন পরমাণু বিদ্যমান। এই দুটি মৌল পরস্পরের সাথে তড়িৎচুম্বকীয় বন্ধনে যুক্ত থাকে। এখন এই পানির মধ্যে তড়িৎচালক করলে পানির অনু ভেঙে যায়, সেখান থেকে বেরিয়ে আসে অক্সিজেন এবং হাইড্রোজেন।
এছাড়াও আরো অনেক রাসায়নিক যৌগ থেকে অক্সিজেন আলাদা করা যায় কিন্তু সেগুলো অনেক জটিল প্রক্রিয়া। নিম্নে ছবির মাধ্যমে দেখানো হলোঃ