Hacking :- কোন কম্পিউটার বা নেটওয়ার্ক সিস্টেমের মধ্যে অবৈধ ভাবে অনুমতি ছাড়াই প্রবেশের চেষ্টা হচ্ছে হ্যাকিং।
হ্যাকিং এর কাজ যারা করে তাদেরকে বলা হয় হ্যাকার। হ্যাকিং জিনিসটা কোনো ছেলেখেলা না।
এর জন্য অনেক গভীর জ্ঞান থাকতে হয়।হ্যাকাররা অনেক এক্সপার্ট ও মেধাবী হয়ে থাকে।
হ্যাকিং এর ধরনের ভিত্তিতে হ্যাকারদেরকে কয়েকভাগে ভাগ করা যায়। তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি ক্যাটাগরি হচ্ছে :-
White hat hacker :- এরা মূলত Ethical hacker নামে পরিচিত। সাধারণত কোনো একটা কোম্পানি বা অর্গানাইজেশনের হয়ে তারা কাজ করে। তাদের হ্যাকিং এর উদ্দেশ্য খারাপ না। তারা হ্যাকিং করে কোনো সিস্টেম এর মধ্যে কোনো ত্রুটি বা দূর্বলতা এগুলো খুজে বের করার জন্য যাতে পরবর্তী সেগুলো ঠিক করে সিস্টেম বা নেটওয়ার্ক এর সিকিউরিটি আরো বাড়ানো যায়। White hat hacking কোনোভাবেই অবৈধ নয়।
Black hat hacker :- এরাই হচ্ছে খারাপ হ্যাকার। এরা শুধুমাত্র নিজের লাভের জন্য কোনো সিস্টেম এর মধ্যে অবৈধ ভাবে প্রবেশ করে এবং অন্যের ব্যাক্তিগত তথ্য বা কোনো অর্গানাইজেশন বা কোম্পানির প্রয়োজনীয় তথ্য চুরি করে তাদের ক্ষতি করে থাকে। Black hat hacking সর্বদা অবৈধ। কারণ তারা অন্যেক প্রাইভেসি নষ্ট করা, অফিশিয়াল তথ্য চুরি করা, সিস্টেম ব্লক বা ব্রেক ডাউন করা এসব অন্যায় কাজের সাথে জড়িত।
Grey hat hacker :- এরা হচ্ছে White & Black Hat এর মাঝামাঝি টাইপের। মানে এরা কোনো সিস্টেমের মধ্যে অবৈধ ভাবে প্রবেশ করে তথ্য চুরি করে এবং সেই তথ্যগুলো যাদের কাছ থেকে চুরি করে তাদের কাছে বা প্রতিপক্ষের কাছে টাকার বিনিময়ে বিক্রি করে।
Red hat hacker :- এরাও grey hat hacker এর মতই। তবে এদের মূল টার্গেট থাকে রাজনৈতিক ব্যাক্তিবর্গ, বিভিন্ন গোয়েন্দা বিভাগ, সরকারি এজেন্সি এসব। এটাও শাস্তিযোগ্য অপরাধ।
Cracking :- cracking ব্যাপারটাও অনেকটা হ্যাকিং এর মতই। তবে হ্যাকিং এর উদ্দেশ্য ভালো বা খারাপ হতে পারে। কিন্তু cracking পুরোটাই খারাপ উদ্দেশ্যে করা হয়। খারাপ কোনো উদ্দেশ্যে কোনো সিস্টেমের মধ্যে অবৈধ ভাবে প্রবেশের পর সেখানে থাকা সব সিকিউরিটি ব্রেক ডাউন করে সেগুলোর এক্সেস নিয়ে নেওয়াটা হলো ক্র‍্যাকিং।
উদাহরণস্বরূপ, কোনো কম্পিউটার হ্যাক করার পর সেখানে থাকা জিমেইল এর পাসওয়ার্ড এর এক্সেস নিয়ে নেয় সেটা হবে তখন cracking। আবার কোনো পেইড App এর লাইসেন্স বাইপাস করে সেটার এক্সেস নিয়ে ফ্রি করে দেয় সেটাও হবে cracking।
Cracking এর ধরনের ভিত্তিতে এগুলোকে password cracking, software cracking, network cracking ইত্যাদি নাম দেওয়া হয়।
Spamming :- অনেক সময় ইমেইল, মেসেঞ্জার বা কোনো সোশ্যাল সাইটে অনাকাঙ্ক্ষিত, অপ্রাসঙ্গিক ও অযাচিত মেসেজ আসে। এই মেসেজ পাঠানোই হলো স্প্যামিং। এসব স্প্যাম মেসেজে আকর্ষণীয় কোনো অফার বা এমন কিছু পাঠানো হয় যাতে সেটাতে আকৃষ্ট হয়ে রিসিভার সেটাতে ক্লিক করে।আর এসব মেসেজের মধ্যে কিছু লিংক পাঠায় যেগুলোতে আপনি ক্লিক করলে আপনার সোশ্যাল সাইট, মোবাইল বা কম্পিউটারের এক্সেস স্প্যামারদের কাছে চলে যায়, যার মাধ্যমে আপনার ব্যাক্তিগত তথ্য চুরি করে তারা আপনার ক্ষতিসাধন করে। স্প্যামিং বিভিন্ন ভাবে করা যায় - যেমন :-
Clickbaiting :- আকর্ষণীয় কোনো বিজ্ঞাপন ব্যবহার করা হয় যার মধ্যে একটা লিংক থাকে যেখানে ক্লিক করলে আপনার কম্পিউটার হ্যাক হয়ে যেতে পারে।
এছাড়াও malicious link পাঠানো, bulk messaging , comment spamming ইত্যাদি বিভিন্ন উপায়ে স্প্যামিং করা যায়।
তথ্যসূত্র : ইন্টারনেটে বিভিন্ন সাইট থেকে সংগৃহীত।