>রাগ,কান্না,হাসি এসব নিয়ন্ত্রণ করে হাইপোথ্যালামাস।
থ্যালামাসের নিচে অংশে এটি অবস্থিত এবং শ্বেত ও ধূসর পদার্থ দিয়ে গঠিত অংশকে হাইপোথ্যালামাস বলে। এটি ২২টি নিউক্লিয়াসের সমন্বয়ে গঠিত এবং এর নিচের অংশের সাথে সংযুক্ত হয়ে আছে পিটুইটারী গ্রন্থি। উভয় অংশই সম্মিলিত ভাবে হরমোন নিঃসরণ ঘটিয়ে থাকে। এটি মানসিক আবেগ ও ক্ষুধা, তৃষ্ণা, নিদ্রা প্রভৃতি নিয়ন্ত্রণ করে। এছাড়া নিদ্রা ও জাগ্রত অবস্থার মধ্যে সামঞ্জস্য বিধানও হাইপোথ্যালামাসের অন্যতম প্রধান কাজ। এছাড়া যৌন আচরণে এর বিশেষ ভূমিকা আছে। নারী এবং পুরুষের যৌন আচরণ এবং সন্তান লালন-পালনের আচরণগত পার্থক্য হরমনের প্রভাবে সৃষ্টি হয়।