পৃথিবীর সবচেয়ে দুর্লভ তিনটি ফুল হলো:
১. মিডলমিস্ট রেড (Middlemist red)
এই অসম্ভব সুন্দর মিডলমিস্ট ফুলটি হলো পৃথিবীর সবথেকে বিরল ফুল। এর থেকেও আশ্চর্যজনক ব্যাপার হলো, পৃথিবীতে বর্তমানে মাত্র দু’টি জায়গায় এ ফুল দেখতে পাওয়া যায়, নিউজিল্যান্ডের একটি বাগানে এবং যুক্তরাষ্ট্রের গ্রীন হাউসে। যুক্তরাষ্ট্রের এক নার্সারির মালিক জন মিডলমিস্ট ১৮০৪ সালে এ অসাধারণ ফুলটি চীন থেকে যুক্তরাষ্ট্রে আনেন। এর পরই চীন থেকে এ ফুলটি চিরতরে হারিয়ে যায়।সেসময় ফুলকে বিলাসদ্রব্য হিসেবে বিবেচনা করা হত। তাই তখন, লন্ডনের একটি বাগানে এ ফুল চাষ করা হয়েছিল। মিডলমিস্ট দেখতে অনেকটা গোলাপের মত লাল, যার কিনারায় গাঢ় গোলাপী আভা দেখতে পাওয়া যায়। উদ্ভিদবিদরা বহুকাল ধরে মিডলমিস্ট এর মত অন্য কোন প্রজাতির ফুল খুঁজে বের করার জন্য অনুসন্ধান চালাচ্ছে। যত দিন না পাচ্ছে এ রকম কোন প্রজাতি, ততদিন এ ফুলটিই পৃথিবীর বিরলতম ফুল।
২. জেড ভাইন (Jade Vine)
জেড ভাইন হলো শিম ও মটরশুটি বর্গের বিরল প্রজাতির ফুল। শুধু ফিলিপাইনের রেইনফরেস্টে এটির সন্ধান পাওয়া যায়। জেড ভাইন নামক এই ফুলটি দেখতে অনেকটা বাঁকা নখের মত যেটা তিন মিটার পর্যন্ত লম্বা হতে পারে। এ ফুলের রং ব্লু থেকে হালকা সবুজ রঙের হতে পারে।জেড ভাইনের পরাগায়ন বাদুর এর মাধ্যমে হয়ে থাকে। পরাগায়নের প্রয়োজনেই এ ফুল রাতের অন্ধকারে উজ্জল দীপ্তিমান হয়ে ওঠে। প্রতিনিয়ত আবহাওয়া পরিবর্তনের কারণে এবং শুধুমাত্র প্রাকৃতিকভাবে পরাগায়ন হয় জন্যই বুঝি জেড ভাইন এত দুর্লভ।
৩. কর্পস্ ফ্লা্ওয়ার (Corpse Flower)
কর্পস্ ফ্লা্ওয়ার বা শব ফুল পৃথিবীর সবথেকে বড় এবং দুর্গন্ধযুক্ত ফুল। এই বিশালাকৃতির ফুলটি যখন ফুটতে থাকে, তখন পঁচা মাংসের মত একধরণের বিশ্রী গন্ধ ছড়ায়। শুধুমাত্র ইন্দোনেশিয়ার রেইনফরেস্টে এ ফুল দেখতে পাওয়া যায়। কর্পস ফ্লাওয়ার ৩০-৪০ বছরে মাত্র একবার ফোটে।কর্পস্ ফ্লাওয়ার এর পাতা ২০ ফুট পর্যন্ত লম্বা হয়ে থাকে। এ ফুলের বাইরের দিকের রং সবুজ, আর ভেতরের দিকে গাঢ় লাল। কর্পস ফ্লাওয়ার অত্যন্ত বিরল বলে যেসব বোটানিকাল গার্ডেনে এ ফুলের চাষ করা হয় সেগুলোকে, প্রধানত, ইন্দোনেশিয়ার সুমাত্রা গার্ডেনকে আইন দ্বারা সুরক্ষিত করে রাখা হয়েছে।