বিবর্তন কথাটি শুনলেই অনেকের মনে ভেশে বেড়ায় বানর থেকে মানুষ সৃষ্টির চিত্র। কিন্তু আসলেই কি তাই?
বিবর্তনবাদ অনুযায়ী বানর থেকে মানুষ আসেনে। তবে মানুষ ও বানরের একটি কমন পূর্বপুরুষ ছিলো সিম্পাঞ্জি। বিবর্তনবান অনুযায়ী সিম্পাঞ্জি থেকেই মানুষ ও বানরের জাত সৃষ্টি হয়েছে।