মস্তিষ্ক কখনোই বিশ্রাম নেয় না।
আমরা হয়তো মনে করি ঘুম মানেই মস্তিষ্কের বিশ্রাম। কথাটা একেবারেই ঠিক নয়। ঘুমালে মানুষের চোখসহ সারা শরীর বিশ্রাম নিলেও ঘুমানোর সময়ও কঠোর পরিশ্রম অব্যাহত রাখে মস্তিষ্ক। বরং ঘুমন্ত মানুষের মস্তিষ্কের কর্মকাণ্ড পরীক্ষা করলে দেখা যায় যে সজাগ থাকা অবস্থার চেয়ে ঘুমিয়ে থাকা অবস্থায় মস্তিষ্ক আরো বেশি কাজ করে! জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত কোনোপ্রকার বিশ্রাম ব্যতিত কাজ করে যাবার ক্ষমতা আছে আমাদের মস্তিষ্কের।
©️quora