মশা যখন কামড়ায় তখন মশার হুল থেকে স্পোরোজয়েট ( এক ধরণের রাসায়নিক পদার্থ ) গুলো দেহে প্রবেশ করে। অনাকাঙ্খিত ভাবে এসব রাসায়ানিক উপাদান দেহে প্রবেশের ফলে দেহের স্বাভাবিক রাসায়ানিক উপাদান গুলোর অনুপাতের মাঝে ভারসাম্য নষ্ট হওয়ায় সাময়িক ভাবে দেহ ত্বক ফুলে যায় হয়ে এবং সেই স্থানে জ্বালা করে ।