যে সকল প্রাণী দিনে কাজ করে এবং রাতে ঘুমায় তাদেরকে দিবাচর প্রাণী এবং যে সকল প্রাণী রাতে কাজ করে বা শিকার করে এবং দিনের বেলায় ঘুমায় তাদেরকে নিশাচর প্রাণী বলে।
প্রকৃতিগতভাবেই মানুষ একটা দিবাচর প্রাণী। কারণ এরা তাদের প্রয়োজনীয় কাজ দিনের বেলা সম্পন্ন করে অর্থাৎ দিনের বেলা সজাগ থাকে এবং রাতের বেলা ঘুমায়।
এটা মানুষের বায়োলজিক্যাল ক্লক এর সাথে সামঞ্জস্যতা বজায় রেখে‌ চলে। তবে কখনো কখনো কারো ক্ষেত্রে এর ব্যাতয় ঘটতে পারে। অর্থাৎ কেউ কেউ তাদের প্রয়োজন অনুসারে নিশাচর হতে পারে।