ছেলেদের স্কিন টেক্সচার মেয়েদের চেয়ে আলাদা। স্কিনের বাইরের যে লেয়ার আছে সেটা ছেলেদের ক্ষেত্রে আরও বেশি পুরু ও রুক্ষ। মেয়েদের চেয়ে ছেলেদের ত্বক ২৫ শতাংশ পুরু। বয়সের সঙ্গে এটা পাতলা হতে থাকে, আবার মেয়েদের ক্ষেত্রে ৪০ বছর পর্যন্ত ত্বক একই রকম থাকে। সেজন্য ছেলেদের চেয়ে মেয়েদের ত্বক বেশি তাড়াতাড়ি বুড়িয়ে যায়। ছেলেদের ত্বকে মেয়েদের থেকে বেশি গ্লিসারিন উতপন্ন হয়।লাইট এলিমেন্ট দিয়ে তৈরি মেয়েদের ক্রিম এবং ক্লিনসার ছেলেদের সঙ্গে সবসময় যায় না। ছেলেদের ডিপ ক্লিন্সিংয়ের জন্য আরও শক্তিশালী কিছু দরকার। সাথে একদিন এক্সফোলিয়েট করলে অ্যাকনে আউটব্রেকের সম্ভাবনাও অনেকটা কমে যায়।
ত্বকের এ পার্থক্ক্যের জন্য ছেলে ও মেয়েদের ফেস ক্রিম, ফেস ওয়াশ ইত্যাদি ভিন্ন হয়।
-মাহফুজুর রহমান রিদোয়ান