Nishat Tasnim-
বাথরুম অনেকটুকু অডিটোরিয়াম টাইপের ইফেক্ট দেয়। বদ্ধ জায়গায় সাউন্ডটা ইকো হয়, আর আমাদের সাউন্ড তখন একটার সাথে আরেকটা ওভারল্যাপ হয়, ফলে মেলোডি বা টোন তৈরি হয় যা সুমধুর শোনায়।
আরেকটা কারণ এর পেছনে কাজ করতে পারে, সেটা হলো আমাদের অনেকেরই গান গাইবার সুক্ষ্ম ইচ্ছা থাকে, কিন্তু সাধারণত জনসম্মুখে গান গাইতে চাইনা অন্যরা কি বলবে তা ভেবে। কিন্তু আমরা বাথরুমে একা থাকি আর সেখানে পানির সাউন্ডে গানের সাউন্ড অনেকটুকু অবদমিত হয়ে যায়, তাই আমাদের ভেতরে এই চাপা ভয়টা থাকেনা, যে কেউ শুনে ফেলবে ও ক্রিটিসাইজ করবে। তাই তখন সাধারণত আমরা গলা ছেড়ে জড়তা ছাড়াই গান গাই, ফলে এম্নিতেও বেশ ভালো হয়!
©সাদিয়া বিনতে চৌধুরী