জ্বী না, চার্জ শেষে চার্জার প্লাগে লাগিয়ে রাখলে চার্জারের কোন ক্ষতি হয় না।
বর্তমানে সব চার্জারই এ ধরনের রাফ ব্যবহারের উপযোগী করে তৈরি করা হয়ে থাকে। এবং প্রস্তুতকারক প্রতিষ্ঠান খুব ভাল ভাবেই জানে যে বর্তমানের চার্জার সাধারন মানুষ কিভাবে ব্যবহার করে।
তবে ফোন চার্জ শেষে, চার্জার আনপ্লাগ করার অভ্যাস গড়ে তুলুন। এতে আপনার চার্জারের ক্ষতি হবে না তবে পাওয়ার লিকেজ হবে, অর্থাত আপনার চার্জার AC কারেন্ট কে DC কারেন্টে রুপান্তর করতে থাকবে এবং এই DC কারেট ওয়েস্ট হতে থাকবে। এতে বিদ্যুত অপচয় হয়।
তবে মোবাইল থেকে খুলে নেওয়ার পর যদি প্লাগের সুইচটি অন্ থাকে তাহলে বিদ্যুত্স্পৃষ্ট হবার সম্ভাবনা আছে।এছাড়াও জোরালো বাজ পড়লে অথবা বারবার কারেন্ট আসা যাওয়া করলে কিংবা ভোল্টেজের ওঠানামায় চার্জার ক্ষতিগ্রস্ত হতে পারে। আর শুধু প্লাগে ঝুলে থাকলে পড়ে গিয়ে খারাপ হবার সম্ভাবনা প্রবল। পড়ে যাওয়ার ফলে চার্জারের অভ্যন্তরের ক্যাপাসিটর বা ফিউজ পয়েন্ট অথবা IC বা মাদার বোর্ড খারাপ হবার সম্ভাবনা আছে।