বৃষ্টির জল সাধারণত মাটি ও পাথরের মধ্য দিয়ে খুব সুন্দর ভাবে পথ বের করে নেয়, এবং হয় নদী হয়ে বেরিয়ে যায়, বা ঝাঁজরা মাটির মধ্যে দিয়ে বয়ে মাটির নিচে জলস্তর তৈরি করতে পারে।
সেরকম ভাবে আসা জল সাধারণত মাটির নিচেই থাকে, কিন্তু কিছু বিশেষ ভৌগলিক অঞ্চলে, যেমন পাহাড়ে, কিছুটা জল সেই স্তর থেকে বেরিয়ে আসতে পারে ও উপরের দিকে বইতে থাকে।
সুতরাং, ধরুন আপনি একটি পাহাড়ি এলাকায় আছেন। এবার যে পাহাড়ের কাছে আপনি আছেন, সেখানে হয়ত শত শত বছর ধরে জল জমে আছে। এবার সেই পাহাড়ের কিছুটা নিচের দিক থেকে সেই জল ঝর্ণা হিসেবে পরতে পারে, বিশেষ করে যখন অতিরিক্ত বৃষ্টিপাত হয়।