হাইড্রার দেহে ইন্টারস্টিশিয়াল কোষ নামক বিশেষ ধরনের পুনরুৎপত্তি ক্ষমতা সম্পন্ন কোষ থাকায় হাইড্রাকে আঘাত করলে সেটি পুনরায় এর দেহ গঠনে সক্ষম। কিন্তু বড় বড় মাছ যখন হাইড্রাকে গিলে ফেলে তখন এই 3 সেন্টিমিটারের হাইড্রার জীবনাবসান ঘটে। অর্থাৎ বলা যায় যে হাইড্রার কোন স্বাভাবিক মৃত্যু নেই। তবে শিকারি মাছ যখন এটি কে গ্রহণ করে তখন হাইড্রা মারা যায়।